
সোনিপত, ২ জানুয়ারি (হি.স.): হরিয়ানার সোনিপত জেলায় একটি ট্রাকের ধাক্কায় স্কুটি আরোহী মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। ট্রাকচালক পলাতক। পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাওয়ানার জেজে কলোনির বাসিন্দা সুনীতা তাঁর ছেলে শিবমকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে সোনিপত এলাকার একটি চিকিৎসাকেন্দ্র থেকে ওষুধ নিয়ে ফিরছিলেন। নাহরি গ্রামের কাছে জাতীয় সড়কে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কায় মা–ছেলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।
স্থানীয়দের সহায়তায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁদের আরএমএল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসার পর শিবমকে ছেড়ে দেওয়া হলেও সুনীতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভর্তি রাখা হয়েছে। পুলিশ অভিযুক্ত ট্রাকচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য