
মধ্যমগ্রাম,২ জানুয়ারি ( হি. স.)- আগামী ১৯ জানুয়ারি উত্তর ২৪ পরগনা বারাসার কাছারি মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। বিধানসভা নির্বাচনের আগে এই জনসভাকে ঘিরে দলীয় স্তরে প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার মধ্যমগ্রাম পুরসভার প্রেক্ষাগৃহে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের আহ্বানে সাংগঠনিক জেলার নেতা, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।সভায় জানানো হয়, এই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে জনসংযোগ বাড়াবেন এবং রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। সাংসদ পার্থ ভৌমিক জানান, ওই জনসভায় প্রায় দু’লক্ষ মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রতিটি বড় কর্মসূচির আগে যেমন আলোচনা হয়, এদিনও তেমনই সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।শুক্রবার এসআইআর ইস্যুতে পার্থ ভৌমিক অভিযোগ করেন, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া চালাচ্ছে তা লজ্জাজনক এবং সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাই দলের লক্ষ্য বলে জানান তিনি।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কৈলাশ বিজয়বর্গীয় সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সম্পূর্ণ সঠিক। সাংবাদিকরা প্রশ্ন করবেন, নেতারা উত্তর দেবেন—এটাই গণতন্ত্র। উত্তরপ্রদেশে সাংবাদিকদের উপর ঘটনার তীব্র নিন্দাও করেন তিনি।সভায় নারায়ণ গোস্বামী বলেন, এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করার নির্বাচন। ছোটখাটো অন্তর্দ্বন্দ্ব ভুলে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তিনি দাবি করেন, কাছারি মাঠের জমায়েত এমন হবে যে শুধু কলকাতা নয়, দিল্লির বিজেপিও বুঝবে—এটাই পশ্চিমবঙ্গ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়