
আগরতলা, ২ জানুয়ারি (হি.স.) : আগরতলায় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুক্রবার বিকেলে উদ্বোধন হল আগরতলা বইমেলা। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উদ্বোধন করে বলেন, “বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না।” বইমেলা লেখক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের মিলনস্থল বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জানান, নিয়মিত পড়াশোনা মানুষকে পরিশীলিত করে তুলতে সাহায্য করে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে চিন্তা-চেতনার প্রসার ঘটে। সোশ্যাল মিডিয়ার যুগেও বইয়ের গুরুত্ব কমেনি বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আগরতলা বইমেলা এখন আন্তর্জাতিকভাবে পরিচিত। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এবছর বইমেলার সময় পরিবর্তন করা হয়েছে।
হাপানিয়ায় মেলা আয়োজনের সুবিধার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় সড়ক ও রেলস্টেশন সংলগ্ন হওয়ায় যাতায়াতে সুবিধা হয়। পাশাপাশি মেলা প্রাঙ্গণের পরিকাঠামোও সুবিধাজনক। খরচও তুলনামূলক কম হয়। তিনি আরও জানান, একমাত্র ত্রিপুরাতেই সরকারি পৃষ্ঠপোষকতায় বইমেলার আয়োজন হয়ে থাকে, যা নবীন প্রজন্মকে উৎসাহিত করে।
অনুষ্ঠানের বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, “বই মানবজাতির আত্মা—অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় বই।” অপরদিকে, সভাপতির ভাষণে বিধায়ক মিনারানী সরকার জানান, হাপানিয়া মেলা প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় প্রতিবছর বইপিপাসুদের ভিড় বাড়ছে।
স্বাগত ভাষণে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডঃ পি. কে. চক্রবর্তী বলেন, বইমেলা জ্ঞান, সংস্কৃতি ও আনন্দের মিলন ক্ষেত্র। তিনি জানান, গত বছর বই বিক্রি হয়েছিল ১ কোটি ৫৩ লক্ষ টাকা, আর তার আগের বছর ১ কোটি ৪৭ লক্ষ টাকা। এবছর বিক্রি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এবারের বইমেলায় মোট ১৮৩টি স্টল খোলা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ডঃ অরুণোদয় সাহা, বিশিষ্ট লেখক নরেশ দেববর্মা, মিলন কান্তি দত্তসহ বহু গণ্যমান্য ব্যক্তি।
মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের পর কবি সম্মেলন ও বই প্রকাশ মঞ্চে প্রফেসর সত্যম রায় চৌধুরীর দুটি বইয়ের প্রকাশ করেন। পাশাপাশি আলোকচিত্র সাংবাদিকদের আয়োজিত প্রদর্শনী এবং জাতীয় স্বাস্থ্য মিশনের একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতা স্টলও উদ্বোধন করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ