
মুর্শিদাবাদ, ২ জানুয়ারি (হি.স.): রেজিনগরের কাশীপুর তারিণী সুন্দরী বিদ্যাপীঠের সামনে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি হলো শুক্রবার। এ দিন প্রায় আধ ঘন্টার বেশি শিক্ষকদের স্কুলের গেটে আটকে রাখা হয়। পরে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ, গত সাত দিন কোনও নির্দিষ্ট কারণ ছাড়া স্কুল বন্ধ রাখা হয়েছিল। এই সময় বিশেষ নিবিড় সংশোধনের শুনানি চলছে। অনেক মানুষ বিভিন্ন শংসাপত্রের জন্য স্কুলে আসছিলেন এবং ঘুরে যাচ্ছিলেন। স্কুলের শিক্ষকদের ফোন করলেও কাজ হয়নি বলে অভিযোগ। এর ফলেই এ দিনের বিক্ষোভ বলে জানা গিয়েছে। এই বিষয়ে স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে দেওয়া হয়নি। তবে অবর বিদ্যালয় পরিদর্শকের দফতর সূত্রে জানানো হয়েছে, স্কুল খোলা থাকার কথা। কেন স্কুল বন্ধ ছিল সেটা স্কুলই বলতে পারবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ