(আপডেট) চার দিন নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার বাড়ির কাছে পুকুর থেকে, খুনের অভিযোগে তীব্র রাজনৈতিক তরজা
ময়না, ২ জানুয়ারি ( হি. স.) : চার দিন ধরে নিখোঁজ থাকার পর বিজেপি কর্মী সুব্রত অধিকারীর (৩৩) নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুর ১৯৪ নম্বর বুথ এলাকায়। বছর শুরুর দিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে
মৃতদেহ


ময়না, ২ জানুয়ারি ( হি. স.) : চার দিন ধরে নিখোঁজ থাকার পর বিজেপি কর্মী সুব্রত অধিকারীর (৩৩) নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নার সুদামপুর ১৯৪ নম্বর বুথ এলাকায়। বছর শুরুর দিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরের একটি পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে। এই ঘটনায় শোকের পাশাপাশি দানা বেঁধেছে রহস্য।পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় বলাইপণ্ডা এলাকায় হনুমান পুজোর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সুব্রত। সেখানকার একটি মদের আসরে তাঁকে শেষবার দেখা যায় বলে দাবি। এরপর আর বাড়ি না ফেরায় সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। অবশেষে বৃহস্পতিবার দেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া দেহের জামার পকেটে বিড়ি ও দেশলাই শুকনো অবস্থায় মিললেও মোবাইল ফোনের কোনও হদিস পাওয়া যায়নি।শুক্রবার সুব্রতর মা কাজল অধিকারী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে অন্যত্র খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, তিন দিন জলে থাকলে দেহের যে অবস্থা হওয়ার কথা, তা হয়নি। অতীতে অপহরণ ও মারধরের ঘটনার প্রসঙ্গ টেনে পুরনো শত্রুতার জেরের কথাও উঠছে।ঘটনায় বিজেপি তৃণমূলের মদতপুষ্ট সমাজবিরোধীদের দায়ী করে নিরপেক্ষ তদন্ত ও গ্রেফতারের দাবি তুলেছে। তৃণমূল পাল্টা দাবি করেছে, এটি অস্বাভাবিক মৃত্যু এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি ঘোলাটে করা হচ্ছে। জেলা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande