
বাঁকুড়া, ২ জানুয়ারি (হি.স.): ইট দিয়ে থেঁতলে মেয়েকে খুন করে কুয়োয় দেহ ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হল বাবা। পুলিশ সূত্রে খবর, মৃত মেয়ের নাম ভবানী মাল (২২), সে বাঁকুড়ার শ্যামপুরের বাসিন্দা। বুধবার ভবানীর দেহ শ্যামপুর লাগোয়া দিগশুলি গ্রামের জঙ্গলে একটি কুয়োয় উদ্ধার হয়।
তদন্তে নেমে শুক্রবার নিহতের বাবা ঈশান মালকে গ্রেফতার করে পুলিশ। এ দিন মেয়েকে খুন করে দেহ কুয়োয় ফেলে দেওয়ার কথা স্বীকারও করে সে। বিচারক তাকে সাত দিন পুলিশ হেফাজতে পাঠায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ