গুরুগ্রামে অবৈধ বিদেশি মদ কারবারে অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার
গুরুগ্রাম, ২ জানুয়ারি (হি.স.): হরিয়ানার গুরুগ্রামের একটি ওয়াইন শপে কোটি টাকার অবৈধ বিদেশি মদ মজুতের ঘটনায় পলাতক অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে
গুরুগ্রামে অবৈধ বিদেশি মদ কারবারে অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার


গুরুগ্রাম, ২ জানুয়ারি (হি.স.): হরিয়ানার গুরুগ্রামের একটি ওয়াইন শপে কোটি টাকার অবৈধ বিদেশি মদ মজুতের ঘটনায় পলাতক অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ক্রাইম)-এর তত্ত্বাবধানে ক্রাইম ব্রাঞ্চ ও সেক্টর-৪০ থানার যৌথ স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এস আই টি) গঠন করা হয়। এই টিম বৃহস্পতিবার সেক্টর-৪৩ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের পরিচয়—পরমজিৎ সিং (৪২), পঞ্জাবের ভাটিন্ডা জেলার লালেয়ানা গ্রামের বাসিন্দা।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি অবৈধ মদ সরবরাহকারী অভিযুক্তকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।

এই মামলায় এর আগে অঙ্কুল গোয়েল (ওয়াইন শপের ২৫ শতাংশ অংশীদার), অজয় (ম্যানেজার), অজয় (মদ পরিবহণকারী ক্যান্টার চালক), মনোজ (ভুয়ো বিলটি প্রস্তুতকারী), সুগ্রীব (৫০ শতাংশ মালিক) সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছিল।

সর্বশেষ গ্রেফতারের পর এই মামলায় মোট সাতজন অভিযুক্ত গ্রেফতার হল।

উল্লেখ্য, গত মাসে আবগারি দফতর গোপন সূত্রে খবর পায় যে সিগনেচার টাওয়ার, জিআরই-১৪-এ অবস্থিত এল-২ ও এল-১৪এ লাইসেন্সপ্রাপ্ত মেসার্স সুরেন্দ্রের ওয়াইন শপে হলোগ্রাম ও ট্র্যাক-ট্রেস স্ট্রিপবিহীন বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ দল গঠন করে হানা দেওয়া হয়। তল্লাশিতে দোকানের দুটি ঘর থেকে ৩,৯২১টি কার্টুন ও ১৭৬ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে এক্সাইজ আইনের সংশ্লিষ্ট ধারায় সেক্টর-৪০ থানায় মামলা দায়ের করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande