
গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন যথাক্ৰমে আগরতলা-ধর্মনগর-আগরতলা প্যাসেঞ্জার এবং শিলচর-আগরতলা-শিলচর এক্সপ্রেসে আধুনিক এলএইচবি (লিংক হফম্যান বুশ) কোচ চালু করেছে। এই আপগ্রেডেশনের উদ্দেশ্য এই অঞ্চলের যাত্রীদের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করা।
আজ শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ৫৫৬৭৫/৫৫৬৭৬ নম্বর আগরতলা-ধর্মনগর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেনের আপগ্রেডেড এলএইচবি রেকটি গতকাল ১ জানুয়ারি আগরতলা রেলওয়ে স্টেশনে সাংসদ (রাজ্যসভা) রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক মীনারানি সরকার পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন। একইভাবে, এলএইচবি কোচ সহ ১৫৬৬৪ / ১৫৬৬৩ নম্বর শিলচর-আগরতলা-শিলচর এক্সপ্রেস শিলচর রেলওয়ে স্টেশনে বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকদের উপস্থিতিতে সাংসদ (রাজ্যসভা) কণাদ পুরকায়স্থ, সাংসদ (লোকসভা) পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুভ উদ্বোধন করেছেন।
প্রেস বার্তায় জানানো হয়েছে, এলএইচবি কোচের প্রবর্তন পরম্পরাগত আইসিএফ কোচের তুলনায় একটি উল্লেখযোগ্য আপগ্রেড, যেখানে অ্যান্টি-ক্লাইম্বিং ডিভাইস, উন্নত ব্রেকিং সিস্টেম এবং সুগম যাত্রার জন্য উন্নত সাসপেনশনের মতো অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। নতুন কোচগুলিতে উন্নত আসন ব্যবস্থা, উন্নত অভ্যন্তরীণ সজ্জা এবং উন্নত রক্ষণাবেক্ষণের মান রয়েছে, যা যাত্রীদের সুরক্ষিত ও আরও আরামদায়ক যাত্রা প্রদান করে। এই আপগ্রেডেশন ভারতীয় রেলওয়ের রোলিং স্টককে আধুনিকীকরণ এবং বিশ্বমানের যাত্রী পরিষেবা প্রদানের জন্য বৃহত্তর পদক্ষেপের একটি অংশ। এই পদক্ষেপের মাধ্যমে দৈনিক যাত্রী, দূরপাল্লার যাত্রী এবং পর্যটক সহ সকলের জন্য উপকারী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি ত্রিপুরা, অসম এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে রেল সংযোগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস