নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ‘এল ট্যালেন্টো’ অনুষ্ঠানের উদ্বোধন, উপস্থিত রচনা বন্দ্যোপাধ্যায়
নৈহাটি, ২ জানুয়ারি ( হি. স.) : শুক্রবার উত্তর ২৪ পরগনা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের উদ্যোগে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও প্রতিভা বিকাশমূলক অনুষ্ঠান ‘এল ট্যালেন্টো’-র শুভ উদ্বোধন হলো। নৈহাটি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প
রচনা ব্যানার্জি


নৈহাটি, ২ জানুয়ারি ( হি. স.) : শুক্রবার উত্তর ২৪ পরগনা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের উদ্যোগে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও প্রতিভা বিকাশমূলক অনুষ্ঠান ‘এল ট্যালেন্টো’-র শুভ উদ্বোধন হলো। নৈহাটি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ তথা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর কলেজের বিভিন্ন বিভাগ আয়োজিত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তিনি বৃক্ষরোপণও করেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা তুলে ধরতেই এই ‘এল ট্যালেন্টো’ অনুষ্ঠানের আয়োজন।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়ে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।সমগ্র অনুষ্ঠানজুড়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে নৈহাটি রেলওয়ে মাঠে ছিল উৎসবের আবহ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande