
পালওয়াল, ২ জানুয়ারি (হি.স.): হরিয়ানার পালওয়াল জেলায় শুক্রবার পৃথক তিনটি পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এক মহিলা-সহ পাঁচ জন আহত হয়েছেন। পুলিশ সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর অভিযুক্ত যান চালকেরা পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌন্ডাল গ্রামের বাসিন্দা ২২ বছরের গুলশান ওরফে গৌরী তাঁর বন্ধুদের সঙ্গে গাড়িতে করে হাতিন যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্য একটি ঘটনায়, ফরিদাবাদের জওহর কলোনির বাসিন্দা সুধীর কুমার পরিবার নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। পালওয়াল ফ্লাইওভারে একটি ট্রাক ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িতে থাকা অবধেশ গুরুতর আহত হন।
তৃতীয় ঘটনায়, জাতীয় সড়ক–১৯-এ ধৌলাগড় গ্রামের কাছে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় পুণম নামে এক মহিলা গুরুতর জখম হন। পুলিশ সব ঘটনায় তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য