
দক্ষিণ ২৪ পরগনা, ২ জানুয়ারি (হি.স.): এসআইআরে শুনানির নোটিস পাঠানো হয়েছিল অশীতিপর বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়কে। চরম বিস্মিত হয়েছিলেন তিনি। কিন্তু তারপরও তিনি রাজি ছিলেন বিডিও অফিসে গিয়ে শুনানিতে অংশগ্রহণ করতে। তবে শেষপর্যন্ত ৮২ বছরের কান্তি গঙ্গোপাধ্যায়কে আর কোথাও যেতে হয়নি, শুক্রবার মথুরাপুরের ২ নং ব্লকে তাঁর বাড়িতে এসেই শুনানি করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। বিএলও জানিয়েছেন, ম্যাপিংয়ের সমস্যায় এই ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির উত্তর কুমড়োপাড়ার ঘোলার বাসিন্দা ৮২ বছরের প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নাম খসড়া ভোটার তালিকায় উঠলেও তাঁকে পাঠানো হয় এসআইআর শুনানির নোটিস। তাতে উল্লেখ বলা হয়, তাঁর বা তাঁর আত্মীয় সম্পর্কিত এমন কোনও বিবরণ তিনি প্রদান করেননি, যা তাঁকে বা তাঁর আত্মীয়কে পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসেবে প্রমাণ করতে পারে। এছাড়া পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত ভোটার তালিকার সঙ্গে কোনও মিল না থাকা বা সম্ভবত ভুল থাকার পরিপ্রেক্ষিতেই এই নোটিস। নোটিস হাতে পেয়ে তিনি চূড়ান্ত বিস্মিত হলেও মথুরাপুর ২ নম্বর বিডিও অফিসে শুনানিতে যেতেও রাজি হন। তবে শেষপর্যন্ত বিডিও অফিসে শুনানিতে যেতে হয়নি কান্তি গঙ্গোপাধ্যায়কে। বার্ধক্যজনিত কারণে শুক্রবার তাঁর বাড়িতেই শুনানি হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ