
কলকাতা, ২ জানুয়ারি ( হি. স.)- গঙ্গাসাগর মেলা উপলক্ষে মোট ১৫৬ টি ট্রেন চালানো হবে শিয়ালদহ সেকশন থেকে। শুক্রবার শিয়ালদহ ডি আর এম রাজীব সাকসেনা এক সাংবাদিক বৈঠকে একথা জানান। অর্থাৎ প্রতিদিন ২৩ জোড়া ট্রেন চালানো হবে নামখান ও কাকদ্বীপ যাওয়ার জন্য। পূর্বের তুলনায় ৫০ শতাংশ ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সাত দিনে ১৫৬ টি ট্রেন চালানো হবে। যাত্রী সচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ লাইনের ব্যবস্থা করা হয়েছে। যারা গঙ্গা সাগর উপলক্ষে ট্রেন ধরবেন তাদের জন্য এমইউটিএস এপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা থাকবে। প্রতিদিন ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছাড়বে। এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে হেল্প ডেস্ক ও মেডিকেল ডেস্ক রাখা হবে। অ্যাম্বুলেন্স এর ব্যবস্থাও থাকছে। তবে এবারে যাকে নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বে তুলনায় বেশি সংখ্যক আরপিএফও নিয়োগ করা হবে। প্রায় ৪০০ আরপিএফ এই কাজে নিযুক্ত করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়