
মালদা, ২ জানুয়ারি (হি.স.): শুক্রবার অভিষেকের জনসভার আগে মালদার চাঁচলের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বদলের পর বদলা হবে বলে হঙ্কার দিলেন তিনি। বিহার, ওড়িশার পর বাংলায় বদল হবে বলে দাবি করলেন শুভেন্দু। শুধু তৃণমূলকে হুঁশিয়ারি নয়, মালদার এসডিও-কেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, নাম টা লেখা থাকল, ভোটের পর দেখা হবে। চাঁচলে শুক্রবার পরিবর্তন সংকল্প সভার কর্মসূচি নেয় বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন শুভেন্দু। সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের বদলা নেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছেন তিনি।
শুভেন্দু বলেন, বদলা যদি চান, তাহলে বদল আনতে হবে। উল্লেখ্য, চাঁচলের এই সভার অনুমতি প্রথমে নিরাপত্তার খাতিরে পুলিশ দিতে চায়নি। আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালত থেকে শর্ত সাপেক্ষে এই সভার অনুমতি পান শুভেন্দু।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ