
কোচবিহার, ২ জানুয়ারি (হি.স.): এসআইআর শুনানিতে দুর্ভোগের প্রতিবাদে শুক্রবার কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের ব্লক অফিসের সামনে ঝাঁটা হাতে বিক্ষোভে শামিল হন এসআইআর শুনানিতে ডাক পাওয়া মহিলাদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ দিন বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতাকর্মীরা গ্রামে ঢুকলে ঝাঁটাপেটা করে গ্রামছাড়া করার হুঁশিয়ারিও দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি, এর পিছনে তৃণমূল রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ