বাজেয়াপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি
বোলপুর, ২ জানুয়ারি (হি. স.) : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে নথিপত্র জমা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানায় কেন্দ
মন্ত্রী চন্দ্রনাথ


বোলপুর, ২ জানুয়ারি (হি. স.) : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে নথিপত্র জমা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, চন্দ্রনাথের স্থাবর ও অস্থাবর সম্পত্তির অ্যাটাচমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, তাঁর স্ত্রী, দুই ছেলের নামে থাকা ফ্ল্যাট, বাড়ি, জমি-সহ মোট ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথের। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে চেয়ে কয়েক মাস আগে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে চন্দ্রনাথের আগাম জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছিল আদালত। তবে ইডি সূত্রে খবর, এবার চন্দ্রনাথ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যার বাজারমূল্য প্রায় তিন কোটি ৬০ লক্ষ টাকার কাছাকাছি।

প্রসঙ্গত, রাজ্যের প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চন্দ্রনাথের নাম উঠে এসেছিল বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে। ২০২৪ সালের মার্চ মাসে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশির পর মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। সেই সময় মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। যদিও চন্দ্রনাথ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান, ওই টাকা কৃষিকাজ এবং জমি বিক্রির আয়। এর পর গত বছরের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে একাধিক নোটিস পাঠায় ইডি। চন্দ্রনাথের কাছ থেকে মন্ত্রী এবং তাঁর পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির নথি চেয়ে পাঠান কেন্দ্রীয় তদন্তকারীরা। এর পর ৬ অগস্ট ওই মামলায় চার্জশিট দেয় ইডি। ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু আদালত শর্তসাপেক্ষে চন্দ্রনাথের জামিনের আবেদন মঞ্জুর করে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande