পাঁচ হাজার কন্ঠে গীতা পাঠ বীরভূমে
বোলপুর, ২ জানুয়ারি (হি. স.) : কলকাতায় পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এবার পাঁচ হাজার কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন হল বীরভূমে। শুক্রবার গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজ। এদিন বীরভূমের নলহাটি ২ ব্লকের প্রসা
পাঁচ হাজার কন্ঠে গীতা পাঠ বীরভূমে


বোলপুর, ২ জানুয়ারি (হি. স.) : কলকাতায় পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এবার পাঁচ হাজার কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন হল বীরভূমে। শুক্রবার গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজ।

এদিন বীরভূমের নলহাটি ২ ব্লকের প্রসাদপুর গ্রামে গীতা পাঠের আয়োজন করা হয়। এদিনের গীতা পাঠের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, ডিসেম্বর মাসে ব্রিগেডে হয় ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। সনাতন সংস্কৃতি সংসদ দ্বারা অনুষ্ঠিত হয় গীতা হয় পাঠের অনুষ্ঠান। সেখানে বহু মানুষ অংশ নিয়েছিল এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল। শান্তি ও সম্প্রীতি প্রসারের লক্ষ্যে আবারও পাঁচ হাজার কন্ঠে গীতা পাঠ হল বীরভূমে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande