
কলকাতা, ২০ জানুয়ারি, (হি স): ফের কলকাতায় ইডি-র তল্লাশি অভিযান। এবার জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণার অভিযোগে শহরের সাতটি জায়গায় মঙ্গলবার একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগের অঙ্ক কয়েকশো কোটি টাকা। শুধু কলকাতা নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি। আইপ্যাক সংঘাতের পর এই অভিযানে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ইডি সূত্রে খবর, ভুয়ো সংস্থা খুলে জাল নথির মাধ্যমে বিপুল অঙ্কের ‘ইনপুট ট্যাক্স ক্রেডিট’ হাতিয়ে নেওয়ার অভিযোগে এই অভিযান। দীর্ঘদিন ধরে এই আর্থিক লেনদেনের উপর নজর ছিল তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একাধিক ‘শেল কোম্পানি’ তৈরি করে ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে। সেই অর্থ কোথায় গিয়েছে, কারা এই চক্রের মাথা, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি বলে ইডি সূত্রের দাবি। কলকাতার বিভিন্ন বাণিজ্যিক এলাকা ও আবাসনে এ দিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তল্লাশি শুরু হয়। কোথাও কোথাও নথিপত্র ও ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে ইডি মুখ খোলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত