
কোকরাঝাড় (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : গতকাল গণপিটুনি এবং আজ সহিংস পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত অভিযোগে এ পর্যন্ত ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে প্রাথমিক প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইজিপি (আইন-শৃঙ্খলা) অখিলেশ সিং জানান, গতকাল সন্ধ্যায় কারিগাঁওয়ে সংঘটিত গণপিটুনির ঘটনায় কোকরাঝাড় পুলিশ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। তিনি জানান, প্রাথমিক প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে ধরপাকড় অভিযান চলছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা সত্যনাথ টুডু (৪৭), গুদরাই কিস্কু (৩০), গুনি মার্ডি (২৮), পবন হেমব্রম (২২), মঙ্গল মুর্মু (২০), রাজু বাস্কি (২৬), সোনিরাম মুর্মু (৩০), রবীন হেমব্রম (৪৫), সোবন মার্ডি (৩৫), রবিন সোরেন (২৫), রবি হাসদা (৩৮), বাসিলেওস সোরেন (২৩), সাবাহ মুর্মু (৬০), নিকোলাস সোরেন (৩৫), সোমে হেমব্রম (১৮), সেবাস হেমব্রম (৪৪), সুনীল টুডু (৩৫) এবং মুন্তু মুর্মু (২৫)।
তিনি জানান, অসাবধানতাবশত নির্মাণ সংস্থার স্করপিও দুজনকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অশন্তির সৃষ্টি হয়েছে। গাড়িটি যখন দুজনকে ধাক্কা দেয়, তখন অন্যরা গাড়ির ভিতরে বসা যাত্ৰীদের আক্রমণ করে। গাড়ি থেকে টেনে-হিঁচড়ে আরোহীদের বাইরে বের করে সম্মিলিতভাবে পেটানো হয়। আরেক দল গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দেয়।।
তিনি জানিয়েছেন, ধরপাকড় প্রক্রিয়া সহিংস ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করার বৃহত্তর তদন্তের অংশ। তদন্ত ও অভিযান চলছে। আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন আইজিপি অখিলেশ সিং।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস