মালিগাঁওয়ে রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আধুনিকীকরণ এনএফ রেল কৰ্তৃপক্ষের
গুয়াহাটি, ২০ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির মালিগাঁও-এ রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক আধুনিকীকরণের কাজ হাতে নিয়েছেন এনএফ রেলওয়ে কৰ্তৃপক্ষ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্ৰেস বাৰ্তায় এ তথ্য দিয়ে জ
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে এনএফ রেলের জিএম সিকে শ্রীবাস্তব


আধুনিকীকৃত রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটক


গুয়াহাটি, ২০ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির মালিগাঁও-এ রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক আধুনিকীকরণের কাজ হাতে নিয়েছেন এনএফ রেলওয়ে কৰ্তৃপক্ষ।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্ৰেস বাৰ্তায় এ তথ্য দিয়ে জানান, প্রশাসনিক তত্ত্বাবধানে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মজবুত করার প্রতিশ্রুতি পুনঃনিশ্চিতীকরণে অংশ হিসেবে বেশ কিছু পরিকাঠামোগত ও শিক্ষাগত সুযোগ-সুবিধার উন্নতি সাধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, একটি নতুন খেলার মাঠ তৈরি, একটি নতুন রিনোভেটেড প্রবেশদ্বার, প্রার্থনা কক্ষ, রিনোভেটেড টয়লেট, সিঁড়িতে গ্রানাইট স্থাপন, সীমানা প্রাচীর মজবুতকরণ, দরজা ও জানালার সংস্কার এবং একটি নতুন করিডোর নির্মাণ করা হয়েছে। এতে সুরক্ষিত, পরিচ্ছন্ন এবং আরও ছাত্র-বান্ধব শিক্ষার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে।

মালিগাঁও-এ ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছয় দশকের বেশি সময়ের এক গৌরবময় ঐতিহ্য রয়েছে। এই স্কুলটি প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের, বিশেষ করে রেলকর্মীদের সন্তান এবং পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দাদের ছেলেমেয়েদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি ধারাবাহিকভাবে শিক্ষাগত উৎকর্ষ, শৃঙ্খলা ও সার্বিক বিকাশকে উৎসাহিত করে আসছে এই স্কুল।

মালিগাঁও-এ নতুন আপগ্রেডেড রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির উদ্বোধন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব করেছেন। সঙ্গে ছিলেন বরিষ্ঠ রেলওয়ে আধিকারিক, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক এবং কর্মচারীগণ। এর উদ্দেশ্য, আধুনিক শিক্ষার মান বজায় রেখে তার সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করা।

আপগ্রেডেড সুযোগ-সুবিধাগুলির উদ্বোধন রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মালিগাঁও-এর দীর্ঘদিনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শিক্ষার্থীদের সার্বিক সুবিধার জন্য এর ঐতিহাসিক ঐতিহ্যকে আধুনিক পরিকাঠামোর সাথে নিপুণভাবে একীভূত করেছে, দাবি করা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande