হাফলং আসনে টিকিট-দৌড়ে কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতা
হাফলং (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : হাফলং বিধানসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট লাভের জন্য দৌড়ঝাঁপ করছেন দলের দুই বরিষ্ঠ নেতা। ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের আগে সিনিয়র কংগ্রেস নেতা তথা অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা
কংগ্রেসের টিকিট প্ৰত্যাশী বরিষ্ঠ নেতা


হাফলং (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : হাফলং বিধানসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট লাভের জন্য দৌড়ঝাঁপ করছেন দলের দুই বরিষ্ঠ নেতা।

২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের আগে সিনিয়র কংগ্রেস নেতা তথা অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা এবং জেলা কংগ্রেসের সিনিয়র নেতা মায়ানন কেম্প্রাই দলীয় টিকিটের জন্য তাঁদের আবেদনপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার কংগ্রেসের এই দুই বরিষ্ঠ নেতা অসম প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রার্থিত্বের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শক্তি, জনসমর্থন এবং জয়ের সম্ভাবনা যাঁর রয়েছে সেই প্রার্থীর বিষয় পর্যালোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব টিকিট প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনজাতি সংরক্ষিত ১১৩ নম্বর হাফলং বিধানসভা আসনে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তৃণমূল স্তরে যোগাযোগ রয়েছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিয়ে ডিমা হাসাও জেলায় দলের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande