শিয়ালদহ ও হাওড়া থেকে নিয়মিত চলবে দুই অমৃত ভারত এক্সপ্রেস, জোরদার হল পূর্ব ভারতের রেল যোগাযোগ
কলকাতা, ২০ জানুয়ারি ( হি. স.) : পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও মজবুত করতে শিয়ালদহ ও হাওড়া থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রা শুরু হল। গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিয়ালদহ–বারাণসী এবং হাওড়া–আনন্দ বিহার রুটে এই দু
অমৃত ভারত ট্রেন


কলকাতা, ২০ জানুয়ারি ( হি. স.) : পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও মজবুত করতে শিয়ালদহ ও হাওড়া থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রা শুরু হল। গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিয়ালদহ–বারাণসী এবং হাওড়া–আনন্দ বিহার রুটে এই দুটি ট্রেনের শুভ সূচনা করেন। এর ফলে ২২৫৮৭/২২৫৮৮ শিয়ালদহ–বারাণসী–শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহে তিন দিন) এবং ১৩০৬৫/১৩০৬৬ হাওড়া–আনন্দ বিহার–হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহে এক দিন) নিয়মিত পরিষেবার আওতায় এল।২২৫৮৮ বারাণসী–শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্র, রবিবার ও মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে বারাণসী ছেড়ে পরদিন সকাল ৯টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। বিপরীতে ২২৫৮৭ শিয়ালদহ–বারাণসী ট্রেনটি প্রতি শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদহ ছেড়ে পরদিন সকাল ৭টা ২০ মিনিটে বারাণসী পৌঁছবে। এই ট্রেনটি দুর্গাপুর, আসানসোল, মধুপুর ও জসিডিহ সহ মোট সাতটি স্টেশনে দাঁড়াবে।অন্যদিকে ১৩০৬৫ হাওড়া–আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাওড়া ছেড়ে তৃতীয় দিনে আনন্দ বিহার পৌঁছবে। ১৩০৬৬ আনন্দ বিহার–হাওড়া ট্রেনটি প্রতি শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে আনন্দ বিহার ছেড়ে পরদিন সকাল ১০টা ৫০ মিনিটে হাওড়া পৌঁছবে। এই ট্রেনটি পূর্ব রেলের অধীনে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল সহ ২৬টি স্টেশনে দাঁড়াবে।দুটি ট্রেনেই জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাসের ব্যবস্থা রয়েছে। শিয়ালদহ–বারাণসী ও হাওড়া–আনন্দ বিহার রুটের জন্য পিআরএস ও অনলাইনে টিকিট বুকিং শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande