বেলুড়ে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ
বেলুড়, ২০ জানুয়ারি ( হি. স.)-, বেলুড়ে এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোক ও চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ছাত্রীর নাম শিপ্রা সিংহ (১৯)। তিনি বেলুড়ের ৩ নম্বর করালীচরণ রায়চৌধুরী রোডের একটি বহুতলের বাসিন্দা এবং বিএসসি বিভাগের ছাত্রী ছিলেন। প
রহস্য মৃত্যু


বেলুড়, ২০ জানুয়ারি ( হি. স.)-, বেলুড়ে এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোক ও চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ছাত্রীর নাম শিপ্রা সিংহ (১৯)। তিনি বেলুড়ের ৩ নম্বর করালীচরণ রায়চৌধুরী রোডের একটি বহুতলের বাসিন্দা এবং বিএসসি বিভাগের ছাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মতোই শিপ্রা বেলুড় গিরিশ ঘোষ রোডের একটি বহুতলে এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিলেন।পড়াশোনা শেষ হওয়ার পর ওই বহুতলের ছাদ থেকে আচমকাই তিনি নীচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছাদের রেলিংয়ের ধারে পরিপাটি করে রাখা জুতো এবং বইয়ের ব্যাগ উদ্ধার করে। সেই সূত্র ধরেই পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মঘাতী ঘটনা হতে পারে। যদিও পুলিশ জানিয়েছে, অন্য কোনও কারণ বা তৃতীয় পক্ষের জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে শিপ্রা মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তাঁর ছোট বোন অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকেই শিপ্রা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এই বিষয়ে পরিবারের সদস্যরা প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।ছাত্রীর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande