
ধুবুলিয়া (নদিয়া), ২০ জানুয়ারি (হি.স.): নদিয়া জেলার ধুবুলিয়ায় মঙ্গলবার আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’য় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত আদালতের নির্দেশ নিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন। সাম্প্রতিক উত্তেজনার আবহে উচ্চ আদালতের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “বেলডাঙায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল এবং সাধারণ মানুষের মধ্যে গভীর ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ করেছে।” তাঁর মতে, রাজ্য পুলিশের ওপর মানুষের আস্থা কমেছে, তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
বিরোধী দলনেতা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক হিংসার কারণে সাধারণ জনজীবন বিপর্যস্ত। তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।” আদালতের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী নামানো হলে বেলডাঙার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়