
ফুলিয়া (নদীয়া), ২০ জানুয়ারি ( হি. স.) : নদীয়া জেলার ফুলিয়া চটকাতলায় এক অভিনব উদ্যোগে কাশ্মীরের টিউলিপ ফুল সফলভাবে ফোটাতে সক্ষম হলেন অভিনব বসাক। কাশ্মীরের বিখ্যাত টিউলিপ গার্ডেন দেখার স্বপ্ন অনেকের থাকলেও, সেই স্বপ্ন নিজের বাড়ির আঙিনাতেই বাস্তবায়িত করলেন তিনি। পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাকের ছেলে অভিনব দীর্ঘদিন ধরেই টিউলিপ ফুলের প্রতি আকৃষ্ট ছিলেন। জানা গেছে, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ১২৫টি টিউলিপের বাল্ব কিনে চাষ শুরু করেন। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে মাটি প্রস্তুত করা হয়। কোকোপিট, লাল বালি, সামান্য দোয়াশ মাটি, কীটনাশক, হাড়ের গুঁড়ো ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে তৈরি হয় উপযোগী মাটি। বাল্ব রোপণের পর প্রথমে গাছগুলো ছায়ায় রাখা হয় এবং পাঁচ দিনে একবার করে জল দেওয়া হয়। ১৮ দিন পর গাছগুলো পূর্ণ আলোতে রাখা হয়। এই সময় তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় টিউলিপ চাষে বিশেষ সুবিধা হয়। মাটির আর্দ্রতা প্রায় ৬৫ শতাংশ বজায় রাখতে বিশেষ যন্ত্র ব্যবহার করেন অভিনব। ৩০ দিনের মাথায় গাছে কুঁড়ি আসে এবং বর্তমানে প্রায় ৩৫ দিনে গাছে রঙিন টিউলিপ ফুল ফুটেছে। অভিনব বসাক জানান, দিল্লি সফরের সময় প্রথম টিউলিপ দেখার পর থেকেই এই ফুল চাষের ইচ্ছা জন্মায়। তাঁর এই সাফল্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়