
ঝাড়গ্রাম, ২০ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিরবাহা হাঁসদা একাদশ তম জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, জঙ্গলমহল উৎসব হল একটি সাংস্কৃতিক মঞ্চ, যেখানে এই অঞ্চলের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতি প্রকাশ পায়। নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মাড়ান্ডী, ঝাড়গ্রামের মহকুমাশাসক অনিন্দিতা রায় চৌধুরী সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এবছর উৎসবের আয়োজন অনুষ্ঠিত হয় নবনির্মিত জেলা শাসকের দফতরের প্রাঙ্গণে।
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আয়োজিত এই মেলা ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। মঞ্চ থেকে আদিবাসী সাংস্কৃতিক ৬টি দলকে ধামসা মাদল প্রদান করা হয়। মেলা প্রাঙ্গণে সরকারি বিভিন্ন দফতরের ৩৬টি স্টল এবং স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি সামগ্রী বিক্রির কারিগরি হাট বসেছিল।
উল্লেখ্য, শুরুর বছরগুলোতে উৎসব ১০ দিন ধরে হত, পরে কমে ৭ দিন এবং ৫ দিনে। এবার উৎসবের মেয়াদ মাত্র দুই দিন, এবং সাংস্কৃতিক গোষ্ঠী ও দর্শকসংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম লক্ষ্য করা গেছে। তবে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে ছিল জমজমাট পরিবেশ।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো