
গুয়াহাটি, ২০ জানুয়ারি (হি.স.) : মহাত্মা গান্ধী যেমন স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব গ্রহণের আগে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করে দেশের আত্মাকে বোঝার চেষ্টা করেছিলেন, তেমনই গৌরব গগৈকেও অসম সম্পর্কে কোনও মন্তব্য করার আগে অসম ও অসমিয়াদের আত্মাকে অনুধাবন করার চেষ্টা করা উচিত, বলেছে অসম প্রদেশ বিজেপি।
বিজেপির অসম প্রদেশ মুখপাত্র কিশোরকুমার ভট্টাচার্য বলেন, সম্প্রতি কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈ কয়েকটি বিরুপ মন্তব্য করেছেন। এর মধ্যে গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক অসমের নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে ৬,৯৫০ কোটির বেশি টাকা ব্যয়ে প্রস্তাবিত নির্মীয়মাণ কাজিরঙা এলিভেটেড করিডর প্রকল্প রয়েছে।
কাজিরঙা এলিভেটেড করিডর প্রকল্প নিয়ে গৌরব গগৈয়ের প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির প্রদেশ মুখপাত্র কিশোর ভট্টাচার্য বলেন, যে সময় রাজ্যের গৌরব বাড়িয়ে প্রথম অসমিয়া মুখ্যমন্ত্রী হিসেবে ড. হিমন্তবিশ্ব শর্মা সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থনৈতিক ফোরাম’-এ অংশগ্রহণ করে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, নামরূপে অ্যামোনিয়া-ইউরিয়া প্রকল্প, গুয়াহাটি রিং রোড প্রকল্প, অসমে আইআইএম স্থাপন, জাগিরোডে সেমিকন্ডাক্টর প্রকল্প, নুমলিগড়ে ইথানল উৎপাদন প্রকল্প, নুমলিগড়-গহপুর সংযোগকারী ব্রহ্মপুত্রের নীচ দিয়ে সুড়ঙ্গ পথ সহ একাধিক সুদূরপ্রসারি প্রকল্পের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক ভিত শক্তিশালী করার কাজ চলছে, ঠিক সেই সময় গৌরব গগৈ নানা নেতিবাচক মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
কিশোর বলেন, এই প্রবণতা কংগ্রেসের হতাশাগ্রস্ত অবস্থাকেই প্রকাশ করে। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে প্রত্যাখ্যান করে অসমের সচেতন ভোটাররাই এই দায়িত্বজ্ঞানহীন আচরণের উপযুক্ত জবাব দেবেন, জোরের সঙ্গে বলেছেন কিশোরকুমার ভট্টাচার্য।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস