খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে জিন্দে বন্ধ ঘি কারখানা
জিন্দ, ২০ জানুয়ারি (হি.স.): খাদ্য সুরক্ষা বিভাগের একটি দল মঙ্গলবার হরিয়ানার জিন্দের তালোদা খেরি গ্রামে একটি ঘি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিল করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় তৈরি ঘি নকল/ভেজালযুক্ত হতে পারে। দলটি ৯১০ লিটার ঘি বাজেয়াপ
খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে জিন্দে বন্ধ ঘি কারখানা


জিন্দ, ২০ জানুয়ারি (হি.স.): খাদ্য সুরক্ষা বিভাগের একটি দল মঙ্গলবার হরিয়ানার জিন্দের তালোদা খেরি গ্রামে একটি ঘি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিল করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় তৈরি ঘি নকল/ভেজালযুক্ত হতে পারে।

দলটি ৯১০ লিটার ঘি বাজেয়াপ্ত করে, যার মধ্যে ৮০০ লিটার প্যাকেটজাত এবং ৩০ লিটার খোলা ছিল। দল দুটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাব পাঠিয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখা হবে।

জেলা খাদ্য সুরক্ষার এক আধিকারিক জানান, অভিযানের পর তদন্ত চলছে এবং রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande