সাহাগঞ্জে রেলওয়ে মালগুদাম শ্রমিকদের বিশাল সম্মেলন, অধিকার ও সুরক্ষার দাবিতে সরব সংগঠন
হুগলি, ২০ জানুয়ারি (হি. স.) : হুগলি জেলার সাহাগঞ্জ সংলগ্ন ডানলপ ময়দানে মঙ্গলবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন - ২০২৬ সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত
উদ্বোধনী পর্বের সূচনা


হুগলি, ২০ জানুয়ারি (হি. স.) : হুগলি জেলার সাহাগঞ্জ সংলগ্ন ডানলপ ময়দানে মঙ্গলবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন - ২০২৬ সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ২০ হাজারেরও বেশি রেলওয়ে মালগুদাম শ্রমিক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়ন ও ভারতীয় লেবার ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল অসংগঠিত শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা এবং আইনি সচেতনতা বৃদ্ধি করা।

​মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী ভাষণে সংগঠনের সভাপতি ড. পরিমল কান্তি মণ্ডল শ্রমিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “ঐক্য ও আইনি সচেতনতা ছাড়া শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত।”

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সম্মেলনের শেষে শ্রমিক স্বার্থে সংগঠিত আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande