সফটওয়্যার ইনটেনসিভ রিগিং চলছে; অভিযোগ সাগরিকার, তোপ ডেরেকের
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): ‘এসআইআর — সফটওয়্যার ইনটেনসিভ রিগিং চলছে’, নয়া অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সাগরিকা ঘোষ বলেন, বিশেষ নিবিড় সংশোধন আসলে সফটওয়্যার ইনটেনসিভ রিগিং হয়ে যাচ্ছে। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি অর্থাৎ তথ্য অসং
তৃণমূলের সাংবাদিক সম্মেলন


কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): ‘এসআইআর — সফটওয়্যার ইনটেনসিভ রিগিং চলছে’, নয়া অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সাগরিকা ঘোষ বলেন, বিশেষ নিবিড় সংশোধন আসলে সফটওয়্যার ইনটেনসিভ রিগিং হয়ে যাচ্ছে। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি অর্থাৎ তথ্য অসংগতির বিষয়েও মুখ খুলেছেন সাগরিকা। তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, এসআইআর বিহারে শুরু হলেও আসল টার্গেট ছিল বাংলা। এই রাজ্যের ভোটারকে বাদ দিতে নানারকম পন্থা চলছে। নির্বাচন কমিশন আগে দেখত যাতে সবাই ভোট দিতে পারে। এখন ভোটারদের বাদ দিতে উদ্যোগী কমিশন।

রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘এসআইআর’-এর বিরুদ্ধে নই৷ আমরা এসআইআর চাই, কিন্ত্ত তা মানবিক হতে হবে, স্বচ্ছতা থাকতে হবে সেখানে। আমাদের দলের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও একই দাবি করেছেন। কেন জনতার উপরে বোঝা করে দেওয়া হয়েছে এসআইআর-কে? ’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande