ডিভিসি-র জমিতে উচ্ছেদ ও নোটিশ ঘিরে উত্তেজনা, অনিশ্চয়তার মুখে দুর্গাপুরের নতুন তাপবিদ্যুৎ প্রকল্প
দুর্গাপুর, ২০ জানুয়ারি (হি.স.): দামোদর নদের তীরে জবরদখল হওয়া জমি উচ্ছেদের নির্দেশ জারি করায় অনিশ্চয়তার মুখে পড়েছে দুর্গাপুরে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র নতুন তাপবিদ্যুৎ প্রকল্প। ডিভিসির কড়া নোটিশ ঘিরে শিল্পনগরীতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
ডিভিসি-র জমিতে উচ্ছেদ ও নোটিশ ঘিরে উত্তেজনা, অনিশ্চয়তার মুখে দুর্গাপুরের নতুন তাপবিদ্যুৎ প্রকল্প


দুর্গাপুর, ২০ জানুয়ারি (হি.স.): দামোদর নদের তীরে জবরদখল হওয়া জমি উচ্ছেদের নির্দেশ জারি করায় অনিশ্চয়তার মুখে পড়েছে দুর্গাপুরে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র নতুন তাপবিদ্যুৎ প্রকল্প। ডিভিসির কড়া নোটিশ ঘিরে শিল্পনগরীতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

​মঙ্গলবার ডিভিসি সূত্রে জানা গেছে, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন (ডিটিপিএস)-এর সম্প্রসারণে ৮০০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রায় ৪০০ একর জমির একটি বড় অংশ বর্তমানে জবরদখলের কবলে। গত এক বছর ধরে জমি পুনরুদ্ধারে ধারাবাহিক অভিযানে ইতিমধ্যে প্রায় ২ হাজার পরিবার ও একাধিক খাটাল উচ্ছেদ করা হয়েছে। স্থানীয়দের সুবিধার্থে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হলেও সাম্প্রতিক বিক্ষোভের জেরে তা থমকে গেছে।

​সম্প্রতি অর্জুনপুর এলাকায় উচ্ছেদ চলাকালীন এক অসুস্থ মহিলার বাড়ি ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়ায়। অভিযোগ, এই ঘটনাকে হাতিয়ার করে স্থানীয় কিছু নেতা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এদিকে, হুচুকডাঙা এলাকায় ডিভিসির জমিতে বেআইনিভাবে বিনোদন পার্ক ও রিসোর্ট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। এই তালিকায় শাসক ও বিরোধী শিবিরের একাধিক প্রাক্তন নেতার নাম জড়িয়েছে।

​সোমবার ডিভিসি কড়া নোটিশ জারি করে জানিয়েছে, দ্রুত জবরদখল না সরালে উচ্ছেদের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট দখলদারকেই বহন করতে হবে। এ বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, তৃণমূল নেতারা বাধা দিয়ে শিল্পায়ন রুখছেন। অন্যদিকে, ডিটিপিএস-এর আধিকারিক সমীর সাহা জানান, নির্মাণকাজ থমকে যাওয়ায় বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। ডিভিসির এই নতুন প্রকল্প ঘিরে এখন শিল্পনগরীতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande