
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.) : পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়, রাজ্য সরকার পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান হিংসা নিয়ে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পুলিশ দিয়ে রাজ্যে হিংসা থামানো সম্ভব নয়।
শমীক ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন রাজনৈতিক চাপের মধ্যে কাজ করছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং অপরাধীরা কার্যত ছাড় পেয়ে যাচ্ছে। তিনি বলেন, “পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। সরকার যেভাবে চাইছে, সেভাবেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এতে করে প্রকৃত দোষীরা ধরা পড়ছে না।”
বিজেপি রাজ্য সভাপতির দাবি, রাজনৈতিক হিংসা এবং বিরোধী দলের কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, প্রশাসনের ওপর মানুষের আস্থা ক্রমশ কমছে।
শমীক ভট্টাচার্য আরও বলেন, রাজ্যে শান্তি ও নিরাপত্তা ফেরাতে হলে প্রশাসনিক সংস্কার এবং নিরপেক্ষ আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তিনি তোলেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়