
কলকাতা, ২০ জানুয়ারি (হি. স. ) : বেলডাঙায় চলা অশান্তির ঘটনায় উদ্বিগ্ন কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসপি ডিএমকে যাবতীয় পদক্ষেপের নির্দেশ। শুধু তাই নয়, মুর্শিদাবাদে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙার জন্য ব্যবহার করা যাবে বলেও নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সন্ধ্যায় এক্সবার্তায় দাবি করেছেন, বেলডাঙায় প্রহরারত পাঁচ কোম্পানি বিএসএফ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রই নেবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে এদিন মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে হাই কোর্ট।
প্রধান বিচারপতির বেঞ্চ এদিন জানায়, বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্য ও কেন্দ্র বিপরীত আচরণ করছে। যেভাবে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে মুর্শিদাবাদে তাতে আদালত উদ্বিগ্ন। এমনকী মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে আদালত চিন্তিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত