
বাঁকুড়া, ১৯ জানুয়ারি ( হি. স.): বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের অন্তর্গত গোস্বামীপুর গ্রামে হাতির তাণ্ডবে ভেঙে পড়েছে কৃষিজীবন। বিগত কয়েক দিনে একের পর এক হাতির হানায় বিঘার পর বিঘা আলু জমি, গম ও সরিষার চাষ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। হঠাৎ এই ক্ষতির জেরে সর্বস্বান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন গরিব ও প্রান্তিক চাষিরা।মঙ্গলবার তাই ক্ষতিগ্রস্ত চাষিরা সরব হয়ে বলেন, ধারদেনা করে তাঁরা ফসলের চাষ করেছিলেন। এখন জমিতে ফসল নেই, হাতে আয় নেই। ঋণ শোধ করবেন কীভাবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। ক্ষতিপূরণ তো দূরের কথা, বন দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও সহযোগিতা বা আশ্বাসও মেলেনি বলে অভিযোগ।গ্রামবাসীরা বড়জোড়া রেঞ্জ অফিসার সহ বন দফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বারবার হাতির গতিবিধির খবর জানানো হলেও কার্যকরভাবে হাতি তাড়ানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রাতের পর রাত আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে।শুধু গোস্বামীপুর নয়, আশপাশের একাধিক গ্রামেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। লাগাতার হাতির হামলায় চাষিরা পথে বসার মুখে। অবিলম্বে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন চাষীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়