
দুর্গাপুর, ২০ জানুয়ারি ( হি. স.) : দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ একটি চলন্ত কয়লাবোঝাই ডাম্পারে হঠাৎ আগুন লেগে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় ডাম্পারের ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। রাস্তার ওপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় পথচারী ও অন্যান্য যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় কোক ওভেন থানার পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাম্পারটি রানিগঞ্জ থেকে কয়লা নিয়ে দুর্গাপুরের একটি কারখানার দিকে যাচ্ছিল। আগুন লাগার বিষয়টি টের পেয়েই চালক দ্রুত গাড়ি থামিয়ে নেমে যান, ফলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
তবে এই অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়িটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়