পুরোদমে চলছে জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তুতি
মৌসুমী সেনগুপ্ত কলকাতা, ২০ জানুয়ারি (হি. স. ): ।আসন্ন জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য মঙ্গলবার প্রস্তাবিত অনুষ্ঠানস্থল আলিপুরের ‘ধনধান্যে’ সভাঘরে কমিশনের তরফে যান নির্বাচন দফতরের দুই আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের দুই পদস্থ অফিসার। রবিবার দু
ভোটার দিবস


মৌসুমী সেনগুপ্ত

কলকাতা, ২০ জানুয়ারি (হি. স. ):

।আসন্ন জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য মঙ্গলবার প্রস্তাবিত অনুষ্ঠানস্থল আলিপুরের ‘ধনধান্যে’ সভাঘরে কমিশনের তরফে যান নির্বাচন দফতরের দুই আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের দুই পদস্থ অফিসার। রবিবার দুপুরে ওই সভাঘরে হবে জাতীয় ভোটার দিবস-এর অনুষ্ঠান।

অন্যান্য বছরের তুলনায় এবারের অনুষ্ঠানের অভিনবত্ব হল, এবারই প্রথম এসআইআর-এর সঙ্গে যুক্ত কিছু বিএলও (বুথ লেভেল অফিসার) এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)-কে শংসাপত্র ও স্মারক দেওয়া হবে। প্রতি জেলাশাসককে কমিশনের তরফে বলা হয়েছে, কাজের স্বীকৃতি হাসাবে প্রতি বিধানসভা কেন্দ্রে দুজন করে বিএলও এবং এইআরও-র নাম-তালিকা পাঠাতে। তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থলে নিয়ে আসার দায়িত্বও জেলাশাসকের।

এবারের ‘জাতীয় ভোটার দিবস’-এর থিম মাই ইন্ডিয়া, মাই ভোট। এর ট্যাগলাইন ‘সিটিজেন অ্যাট দি হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রাসি’। প্রজাতন্ত্র দিবসের আগের দিন উদযাপন করা হয় ‘জাতীয় ভোটার দিবস’। ১৯৫০-এর ২৫ জানুয়ারি ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত হয় নির্বাচন কমিশন।

২০১১ থেকে উদযাপিত হচ্ছে এই দিবস।

কেবল লোকসভা ও রাজ্যসভা নয়, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্বও নির্বাচন কমিশনের ওপর। নানা সময় ১৮টি লোকসভা এবং ৪১৮টি বিধানসভা ভোটের দায়িত্ব পালন করতে হয়েছে কমিশনকে। ভোটদাতার সংখ্যা প্রায় ৯৫.৭৫ কোটি। এর মধ্যে পুরুষ ও নারী যথাক্রমে ৪৯.১৩ কোটি এবং ৪৬.৬১ কোটি। তৃতীয় লিঙ্গোের ভোটারের সংখ্যা ৪৫ হাজার ১৫৭।

জাতীয় নির্বাচন দিবস পালিত হয় তিন পর্যায়ে। কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় নয়াদিল্লিতে, রাষ্ট্রপতির পৌরোহিত্যে। জেলায় হয় জেলাশাসকের নেতৃত্বে। সম্প্রতি এবারের জাতীয় নির্বাচন দিবসের ওপর ভিত্তির ওপর বিভিন্ন জেলায় আঁকা, শ্লোগান ও রচনা লেখা প্রভৃতি প্রতিযোগিতা হয়েছে। সেগুলোর প্রথম তিন স্থানাধিকারীর কীর্তি পাঠানো হয়েছে কলকাতায়। সেগুলো থেকে বাছাই তিন স্থানাধিকারীকে কলকাতায় আগামী রবিবারের অনুষ্ঠানে দেওয়া হবে মানপত্র ও স্মারক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande