চুঁচুড়ায় ফর্ম ৭ ঘিরে তীব্র উত্তেজনা, ২২ নম্বর বুথে ৩০০ সংখ্যালঘু ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ
চুঁচুড়া, ২০ জানুয়ারি ( হি. স.) : চুঁচুড়া বিধানসভার পোলবা রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২২ নম্বর বুথে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ''ফর্ম-৭'' জমা পড়াকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, ওই বুথে প্রায় ৩০০ জন ভোটারের নাম বাদ
বিক্ষোভ


চুঁচুড়া, ২০ জানুয়ারি ( হি. স.) : চুঁচুড়া বিধানসভার পোলবা রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২২ নম্বর বুথে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার 'ফর্ম-৭' জমা পড়াকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, ওই বুথে প্রায় ৩০০ জন ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ জমা দেওয়া হয়েছে এবং যাঁদের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে, তাঁরা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার বিএলও-র হাতে নিয়মবহির্ভূতভাবে একগুচ্ছ ফর্ম-৭ তুলে দেওয়া হয় এবং দ্রুত সেগুলি অনলাইনে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। ফর্মে অনেক জীবিত ভোটারকে 'মৃত' অথবা কাউকে 'ভারতের নাগরিক নন' বলে দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি গ্রামবাসীদের।​এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল আটটা নাগাদ রাজহাটের ভুয়াগাছি এলাকায় ব্যান্ডেল মোড় থেকে পোলবা রোডগামী রাস্তায় পথ অবরোধ শুরু হয়। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।​ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী ও ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত হন। বিক্ষোভের জেরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ তোলা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার এবং কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande