মালদায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই
মালদা, ২০ জানুয়ারি (হি.স.): সোমবার রাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ দুই জনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের সুজাপুর এবং ইংরেজবাজারে। মঙ্গলবার দুপুরে এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্
মালদায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই


মালদা, ২০ জানুয়ারি (হি.স.): সোমবার রাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ দুই জনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের সুজাপুর এবং ইংরেজবাজারে। মঙ্গলবার দুপুরে এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মইনুল হাসান এবং আনারুল হক। তাঁদের বাড়ি কালিয়াচকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশটি পাইপ গান, দুটি সেভেন এমএম পিস্তল এবং পাঁচ রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে নিয়ে আসা হয় বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande