
কানপুর, ২০ জানুয়ারী (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরের এক পরিত্যক্ত কলেজের ভিতরে মিলল এক শিশুর ঝুলন্ত দেহ । ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঘাটমপুর থানার অন্তর্গত এলাকায়। মৃতের নাম বৈষ্ণবী ওরফে রানি (৯) ।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত বৈষ্ণবী কৃপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার মা লক্ষী বাবুপুরওয়ার এক বাসিন্দার সঙ্গে পুনর্বিবাহ করে। বৈষ্ণবী তার আত্মীয় মমতার সঙ্গে থাকত। সোমবার রাতে ওই পরিত্যক্ত কলেজের রক্ষী টহল দেওয়ার সময় কলেজেরই একটি ঘরে ওই শিশুর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত শিশুর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে , তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক