আগরতলায় দুটি চুরির ঘটনার কিনারা, স্বর্ণালঙ্কারসহ সামগ্রী উদ্ধার, গ্রেফতার ৪
আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : রাজধানী আগরতলায় দুটি পৃথক চুরির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এই দুই চুরিকাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ স
চার চোর গ্রেফতার


আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : রাজধানী আগরতলায় দুটি পৃথক চুরির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এই দুই চুরিকাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

সম্প্রতি রাজধানীতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন চুরির ঘটনা কিছুটা কম থাকলেও বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। সোমবার দুপুরে রাজধানীর আগরতলা টাউন হল সংলগ্ন এলাকার বাসিন্দা মৌমিতা দেববর্মার বাড়িতে চুরির ঘটনা ঘটে। দুপুরে সদর দরজা খোলা রেখে পরিবারের সদস্যরা খাবার ঘরে মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত থাকাকালীন চোর ঘরে ঢুকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি পাছড়া ও একটি বৈদ্যুতিক ফ্যান চুরি করে নিয়ে যায়।

চুরির বিষয়টি নজরে আসতেই মৌমিতা দেববর্মা পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চোরকে শনাক্ত করে। পরে বিকেলে রাজধানীর কাটাখাল এলাকা থেকে চোরকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কাটাখাল সংলগ্ন এলাকায় একটি বস্তার মধ্যে লুকিয়ে রাখা চুরি যাওয়া পাছড়া ও বৈদ্যুতিক ফ্যান উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ধৃত চোরের নাম সুরজ দেববর্মা। তার বাড়ি গণ্ডাছড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিন পূর্ব আগরতলা থানার ওসি আরও জানান, সম্প্রতি রাজধানীর নয়নীয়ামুড়া এলাকার একটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার কিছুদিন আগে ওই বাড়িতে রঙের কাজ চলছিল। সেই সূত্র ধরেই পুলিশের সন্দেহ হয় রংমিস্ত্রিদের উপর। পরে চারিপাড়ার লোকনাথ পাড়া এলাকা থেকে দুই রংমিস্ত্রি—সঞ্জয় শর্মা ও প্রতাপ দাস—কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ একটি স্থানীয় জুয়েলারি দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে। পাশাপাশি চুরি করা স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে ওই জুয়েলারি দোকানের মালিক বিমল রুদ্রপালকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুই চুরিকাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande