
পৌষ-আমেজের আয়োজক সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি
শিলচর (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : শীতের সকাল পেরিয়ে বিকেলের নরম রোদে যখন শহর জুড়ে ছড়িয়ে পড়ে পৌষের মিঠে গন্ধ, তখনই বাঙালির মন ছুটে যায় পিঠেপুলি আর লোকসংস্কৃতির টানে। সেই চিরচেনা আবহকেই আরও রঙিন করে তুলতে শিলচরে বসতে চলেছে পৌষ মেলা, ২০২৬।
আজ সোমবার শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে আগামী ৭ জানুয়ারি থেকে ৮ এবং ৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটে থেকে শিলচরের ডাকবাংলো প্রাঙ্গণ হয়ে উঠবে পৌষ উৎসবের প্রাণকেন্দ্র। পিঠেপুলি সহ নানাবিধ ঐতিহ্যবাহী বাঙালি রসনার সম্ভারে সাজানো এই মেলা যে শহরবাসীর কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
উৎসবের প্রথম দিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নবাগত জেলাশাসক আয়ুষ গার্গ (আইএএস)। উদ্বোধনী সন্ধ্যায় সংস্থার সদস্য ও সদস্যাদের পরিবেশনায় থাকবে সংগীতানুষ্ঠান। পরবর্তী দুদিন সন্ধ্যা ছয়টা থেকে বরাক উপত্যকার খ্যাতনামা আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান মেলার আকর্ষণ বাড়িয়ে দেবে।
ঐতিহ্য, স্বাদ ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা প্রস্তাবিত পৌষ মেলায় পরিবার-পরিজন ও বন্ধুস্বজন সহ সকলকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন সংস্থার পদাধিকারীরা।
সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার শিলচরের সভাপতি তারাশংকর দাস এবং সম্পাদক বিকাশ দত্ত জানান, শীতের এই আনন্দঘন সময়ে সকলকে একত্রিত করাই এই উৎসবের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস