মালদায় মাদ্রাসার দুই শিক্ষককে মারধরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মালদা, ৫ জানুয়ারি (হি.স.): মালদার হরিশ্চন্দ্রপুরের একটি মাদ্রাসার দুই শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার বালাপাথার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। পড়ুয়াদের পাশাপাশি স্থানীয়রা অবরোধ করেন। গত শনিবার মাদ্রাসার ভিতরে মারধ
মালদায় মাদ্রাসার দুই শিক্ষককে মারধরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


মালদা, ৫ জানুয়ারি (হি.স.): মালদার হরিশ্চন্দ্রপুরের একটি মাদ্রাসার দুই শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার বালাপাথার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। পড়ুয়াদের পাশাপাশি স্থানীয়রা অবরোধ করেন। গত শনিবার মাদ্রাসার ভিতরে মারধরের ঘটনাটি ঘটে। দলবল নিয়ে মারধর করার অভিযোগ ওঠে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতার অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু একজন গ্রেফতার হলেও মূল অভিযুক্তেরা এখনও অধরা। বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এ দিন রাস্তায় টায়ার পুড়িয়ে অবরোধ শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা বাদে অবরোধ উঠলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande