বেঙ্গল সুপার লিগ - আইএফএর সঙ্গে শ্রাচী স্পোর্টসের গুরুত্বপূর্ণ বৈঠক
কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.) : বেঙ্গল সুপার লিগ (বিএসএল) ঘিরে ম্যাচ ফিক্সিং ও বেটিং সংক্রান্ত উভয় অভিযোগে সরগরম রাজ্য ফুটবল মহল। সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে আইএফএ-র জনৈক পদাধিকারীর সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। সমস্যার
বেঙ্গল সুপার লিগ - আইএফএর সঙ্গে শ্রাচী স্পোর্টসের গুরুত্বপূর্ণ বৈঠক


কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.) : বেঙ্গল সুপার লিগ (বিএসএল) ঘিরে ম্যাচ ফিক্সিং ও বেটিং সংক্রান্ত উভয় অভিযোগে সরগরম রাজ্য ফুটবল মহল। সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে আইএফএ-র জনৈক পদাধিকারীর সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। সমস্যার সমাধানে ও জট খুলতে বর্তমান পরিস্থিতিতে শ্রাচী স্পোর্টসের শীর্ষ কর্তারা আইএফএ সভাপতি - সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর অচিরেই দিশা মিলবে।

এদিনের বৈঠকে শ্রাচী স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেঙ্গল সুপার লিগ নিয়ে তোলা ম্যাচ ফিক্সিং ও বেটিংয়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তা তাদের সংস্থা ও আইএফএ - উভয়ের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। সুতরাং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশী অনুসন্ধানের দাবি জানান তারা। এর পাশাপাশি, আইএফএ-র এক সিনিয়র পদাধিকারীর সামাজিক মাধ্যমে করা কুরুচিকর পোস্ট নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তা নিয়ে অবিলম্বে যথাযথ হস্তক্ষেপের আবেদন ও জানানো হয়েছে ।

এদিকে, বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন সংক্ষেপে আইএফএ-র, সূত্রে জানা গিয়েছে, বেঙ্গল সুপার লিগের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়েই খতিয়ে ও বিবেচনা করে দেখা হচ্ছে। আরও জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতেই কলকাতা পুলিশকে তদন্তের অনুরোধ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পদাধিকারীর আচরণ নিয়েও উপযুক্ত মঞ্চে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande