কোচবিহারে বিজেপির বিএলএ-কে মারধরের অভিযোগ
কোচবিহার, ৫ জানুয়ারি (হি.স.): শুনানি চলাকালীন বিজেপির বিএলএ-২ বিডিও অফিসে এলে তাঁকে মারধরের অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার তুফানগঞ্জ-২ ব্লক অফিস চত্বরের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বক্সিরহাট থানার পুলিশ। বিজেপি
কোচবিহারে বিজেপির বিএলএ-কে মারধরের অভিযোগ


কোচবিহার, ৫ জানুয়ারি (হি.স.): শুনানি চলাকালীন বিজেপির বিএলএ-২ বিডিও অফিসে এলে তাঁকে মারধরের অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার তুফানগঞ্জ-২ ব্লক অফিস চত্বরের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বক্সিরহাট থানার পুলিশ। বিজেপির ওই বিএলএ বক্সিরহাট প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। ওই বিজেপি বিএলএ বলেন, আমি ভোটারদের কাগজপত্র ঠিক করে দেওয়ার জন্য ব্লক অফিসে গিয়েছিলাম। সেখানে শুনানি কেন্দ্রের সামনে আমায় তৃণমূলের কিছু লোক মারধর করে। অন্য দিকে, তুফানগঞ্জ-২ ব্লকের তৃণমূল যুব সভাপতি বলেন, এসআইআর-এর নামে নির্বাচন কমিশন মানুষকে হয়রান করছে। তাই ওই ঘটনা জনরোষেরই ফল। বিডিও বলেন পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande