সরুপথারে একাধিক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
২৩,৭৫৪ জন মহিলাকে ‘মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা প্ৰকল্প’-এর চেক বণ্টনের শুভারম্ভ সরুপথার (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : উন্নয়নের ডালি নিয়ে গোলাঘাট জেলার অন্তর্গত সরুপথারে আসেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বড়পথারে হেলিকপ্টারে অবতরণ করে ৮ কোটি ট
লাভলিনা বড়গোহাঁই মাল্টি-পারপাস স্পোর্টস কমপ্লেক্স-এর উদ্বোধন করে ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্ৰী


২৩,৭৫৪ জন মহিলাকে ‘মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা প্ৰকল্প’-এর চেক বণ্টনের শুভারম্ভ

সরুপথার (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : উন্নয়নের ডালি নিয়ে গোলাঘাট জেলার অন্তর্গত সরুপথারে আসেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বড়পথারে হেলিকপ্টারে অবতরণ করে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বড়পথার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি প্ৰায় ১২ কোটি টাকা ব্যয়ে বক্সিঙে বিশ্ব চ্যাম্পিয়ান লাভলিনা বড়গোহাঁইয়ের নামে নির্মিত বহু প্ৰত্যাশিত ‘লাভলিনা বড়গোহাঁই মাল্টি-পারপাস স্পোর্টস কমপ্লেক্স’ (মিনি স্টেডিয়াম)-এর উদ্বোধন করেছেন।

সেখানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী বলেন, ‘লাভলিনা বড়গোহাঁই মাল্টি-পারপাস স্পোর্টস কমপ্লেক্সটি উদ্বোধন করতে পেরে আজ আমি গর্বিত। আমাদের যুবকদের প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠত্বের নতুন সুযোগ তৈরি করবে এই মিনি স্টেডিয়াম।’

একই সঙ্গে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আরও কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এর পর সরুপথার বিধানসভা কেন্দ্রের ২৩,৭৫৪ জন মহিলাকে ‘লাখপতি বাইদেউ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা প্ৰকল্প’-এর অধীনে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী।

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, স্বাধীনতার পর থেকে দেশ শাসন করেছে কংগ্রেস। কিন্তু দশকের পর দশক ক্ষমতায় থেকে তারা কখনও মহিলাদের জন্য চিন্তা করেনি। এর বিপরীতে বিজেপি সরকার মহিলাদের সার্বিক কল্যাণের জন্য চিন্তা করে নানা ধরনের প্রকল্প চালু করেছে, বলেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ, মন্ত্ৰী কেশব মহন্ত, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকন সহ বহু গণ্যমান্য বক্তিবর্গ এবং ৩০ হাজারের বেশি জনতা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande