স্কুলে ভর্তির নাম করে চার বছরের শিশুকে ফেলে পালাল মা, হৃদয়বিদারক ঘটনা ধূপগুড়িতে
ধূপগুড়ি, , ৫ জানুয়ারি ( হি. স.) : জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটে গেল এক হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা, যা সমাজের বিবেককে নাড়িয়ে দিল। স্কুলে ভর্তির ফর্ম আনার নাম করে চার বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে লোকালয়ের ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা। ঘটনাকে
চার বছরের শিশু


ধূপগুড়ি, , ৫ জানুয়ারি ( হি. স.) : জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটে গেল এক হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা, যা সমাজের বিবেককে নাড়িয়ে দিল। স্কুলে ভর্তির ফর্ম আনার নাম করে চার বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে লোকালয়ের ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বর্ণশ্রী রায় সোমবার সকালে তার চার বছরের শিশুসন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। স্বামী কার্তিক দাসকে তিনি জানান, সন্তানের স্কুল ভর্তির ফর্ম আনতে যাচ্ছেন। কিন্তু কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে নিষ্পাপ শিশুটিকে একা ফেলে রেখে পালিয়ে যান তিনি।রাস্তার ধারে কাঁদতে কাঁদতে অসহায় অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কান্নার শব্দ শুনে ছুটে এসে তাঁরা শিশুটিকে উদ্ধার করেন এবং পরে বাবার হাতে তুলে দেন। এলাকাবাসীদের দাবি, ওই মহিলার সঙ্গে পাশের এলাকার এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানেই নিজের সন্তানকে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।ঘটনার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও স্ত্রীর সন্ধান না পেয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা কার্তিক দাস। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি বলেন, “আমি দিনমজুর। কাজ না করলে সংসার চলে না। আর আমার ছেলে দিনরাত শুধু মায়ের জন্য কাঁদছে।”মায়ের অপেক্ষায় ক্ষুদে শিশুটির কান্না আজ গোটা এলাকা স্তব্ধ করে দিয়েছে। স্থানীয়দের একটাই বক্তব্য—এই ঘটনা মাতৃত্বের মুখে এক চরম লজ্জা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande