মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী
গঙ্গাসাগর, ৫ জানুয়ারি (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণা জেলায় উন্নয়নের জোয়ার। মুড়িগঙ্গা নদীর উপর সোমবার গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। সোমবার দুপুরে সাগর হেলিপ
গঙ্গাসাগরে সেতুর শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


গঙ্গাসাগর, ৫ জানুয়ারি (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণা জেলায় উন্নয়নের জোয়ার। মুড়িগঙ্গা নদীর উপর সোমবার গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। সোমবার দুপুরে সাগর হেলিপ্যাডস্থিত অস্থায়ী মঞ্চ থেকেই ৩৯৪ কোটি ৯৪ লাখ টাকা অর্থ মূল্যের ৯৬ টি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এদিন তিনি আরও ৭০টি প্রকল্পের উদ্বোধন করেছেন। যার অর্থ মূল্য - প্রায় ১,৯২৯ কোটি ৩৭ লাখ টাকা। যদিও এর মধ্যেই রয়েছে - মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস প্রকল্পটিও। সুতরাং ওই সেতুর নির্মাণ প্রকল্প বাবদ প্রাথমিক ভাবে ব্যয় ধরা হয়েছে ১,৬৭০ কোটি টাকা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande