সোনার তালের লোভে সোনার কারিগর অপহরণ, পুলিশের তৎপরতায় উদ্ধার ও গ্রেফতার ৮ দুষ্কৃতী
পাঁশকুড়া, ৫ জানুয়ারি ( হি. স.) : সোনার তালের সন্ধানে এক সোনার কারিগরকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও হল আট দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও তমলুক থানার যৌথ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুরের ডেবরার বাসিন্
গ্রেফতার দুষ্কৃতী


পাঁশকুড়া, ৫ জানুয়ারি ( হি. স.) : সোনার তালের সন্ধানে এক সোনার কারিগরকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও হল আট দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও তমলুক থানার যৌথ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সৌমেন পাত্র দীর্ঘদিন ধরে জম্মুর একটি সোনার দোকানে কাজ করতেন। তাঁর কাছে প্রচুর সোনা রয়েছে—এই ভ্রান্ত ধারণা থেকেই দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে।রবিবার খড়গপুর–হাওড়া জাতীয় সড়কের সিদ্ধা বাজার এলাকা থেকে সৌমেন পাত্রকে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। অপহরণের খবর পেতেই পাঁশকুড়া থানার পুলিশ বিষয়টি জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে-কে জানায়। তাঁর নির্দেশে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে দ্রুত নাকা চেকিং শুরু হয়।পুলিশের তৎপরতায় তমলুক থানার নিমতৌড়ি এলাকায় নাকা চেকিং চলাকালীন অপহৃত সৌমেন পাত্র-সহ দুষ্কৃতীদের গাড়ি আটক করা হয়। সেখান থেকেই তাঁকে উদ্ধার করা হয় এবং আটজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, সৌমেন পাত্র নাকি জম্মু থেকে সোনা চুরি করে বাংলায় ফিরেছেন—এই গুজব থেকেই তাঁকে অপহরণ করা হয়েছিল। তাঁদের পরিকল্পনা ছিল বর্ধমান জেলার কোথাও তাঁকে আটকে রাখার।সোমবার ধৃত আট দুষ্কৃতীকে তমলুক জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অন্য কোনও অপরাধে যুক্ত থাকার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande