
কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.) : ‘বন্দেমাতরম’ গানের সার্ধ শতবর্ষ উপলক্ষে সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আচার্য হিসেবে আমন্ত্রণ জানানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। অনুষ্ঠানের সূচনায় অখণ্ড জ্যোতির প্রজ্জ্বলন করেন রাজ্যপাল। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, “বন্দেমাতরম শুধু একটি গান নয়, এটি ভারতের জাতীয়তাবাদের আত্মা। এই গান দেশের প্রতি ভক্তি, আবেগ ও জাতীয় চেতনাকে জাগ্রত করেছে।” তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে এই গানের ভূমিকা অনস্বীকার্য। বহু স্বাধীনতা সংগ্রামী এই গানের সঙ্গে নিজেদের একাত্ম করে নিয়েছিলেন। ভারতের প্রতি যে ভালোবাসা মানুষের মনে কাজ করে, সেই একই ভালোবাসা বন্দেমাতরম গানের প্রতিও দেশবাসীর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।রাজ্যপাল জানান, বন্দেমাতরমের জন্মভূমিতেই সার্ধ শতবর্ষে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। এই স্থান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের মিলনস্থল বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, বিকশিত ভারতের লক্ষ্যে বিকশিত বাংলা গড়ে তোলার উদ্দেশ্যে রাষ্ট্রপতির কাছে একটি রোডম্যাপ জমা দেওয়া হয়েছে।এসআইআর শুনানিতে এআই ব্যবহারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিষয়ে রাজ্যপাল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত মুখ্যমন্ত্রীর মত প্রকাশের অধিকার রয়েছে এবং নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী কাজ করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়