ব্রিগেডের ময়দান পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর
কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.) : ব্রিগেডে সভা করতে চান জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। সেই সভার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সোমবার ব্রিগেডের ময়দান পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন কবীর । তাঁকে দেখেই উঠল স্লোগান। এমনকি ‘চা
ব্রিগেডের ময়দান পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর


কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.) : ব্রিগেডে সভা করতে চান জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। সেই সভার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সোমবার ব্রিগেডের ময়দান পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন কবীর । তাঁকে দেখেই উঠল স্লোগান। এমনকি ‘চামচা’ বলেও বিঁধলেন বিক্ষোভকারীরা।

এদিন ব্রিগেড ময়দানে পৌঁছতেই হুমায়ুনকে দেখে বিক্ষোভকারীরা বলতে থাকেন, ‘হুমায়ুন কবীর বিজেপি কর্মী। তিনি বিজেপির দালাল।’ এরপর সাংবাদিকরা ওই বিক্ষোভকারীদের প্রশ্ন করেন, আপনারা কি কোনও রাজনৈতিক কর্মী? তখন তাঁরা উত্তর দেন, ‘আমরা কলকাতা পোর্ট এলাকা থেকে এসেছিলাম। এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম। আমরা তৃণমূল করি।’

বিক্ষোভকারীদের বক্তব্য শুনে পাল্টা হুমায়ুন বলেন, ‘কে কী বলল, তার জবাব দিতে আমি বাধ্য নই। কলকাতা কারওর বাবার নয়। ভয় পেয়েছে তৃণমূল, তাই ভয় দেখাতে লোক পাঠিয়েছে। ওরা পারলে সভা ভেস্তে দেখাক। কে কার দালাল পরে দেখব। ওঁদের কথার কোনও জবাব দেব না।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘মমতা চোরের সরকার চাকরি চুরির ইতিহাস তৈরি করেছে। সে কারণেই বাংলার মানুষের স্বার্থে নতুন দল গঠন করেছি। ভোটে লড়ে মমতাকে ক্ষমতাচ্যুত করব। শুধু তাই নয় ব্রিগেডে ১০ লক্ষ মানুষের জমায়েত করে দেখাবে হুমায়ুন কবীর।’

পাশাপাশি এদিন এতকিছুর মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতেও ছাড়লেন না হুমায়ুন। তাঁর উদ্দেশে বলেন, ‘শুভেন্দু ২২০ কোথা থেকে পাবে? বিজেপি তো ৩০ হাজার বুথে কর্মীই দিতে পারে না!’

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande