বিজেপির পথসভা ঘিরে বিতর্ক, ৩৫ বছরের পুরনো মন্দিরে পুজোয় বিঘ্নের অভিযোগ
কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.)- কলকাতার ১৪৩ নম্বর ওয়ার্ডের ২২ বিঘা এলাকায় বিজেপির পথসভাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির অভিযোগ, বিজেপির পথসভা চলাকালীন উচ্চস্বরে মাইক বাজানোর কারণে ৩৫ বছর পুরনো মন্দিরে পুজোয় বিঘ্ন
অভিযোগ


কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.)- কলকাতার ১৪৩ নম্বর ওয়ার্ডের ২২ বিঘা এলাকায় বিজেপির পথসভাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির অভিযোগ, বিজেপির পথসভা চলাকালীন উচ্চস্বরে মাইক বাজানোর কারণে ৩৫ বছর পুরনো মন্দিরে পুজোয় বিঘ্ন ঘটে। পুজোর সময় শব্দদূষণের ফলে ধর্মীয় আচার ঠিকমতো সম্পন্ন করা যায়নি বলে দাবি করেছেন তাঁরা।সোমবার এলাকাবাসীদের অভিযোগ, মন্দিরে নিয়মিত পুজো চলাকালীনই বিজেপির পক্ষ থেকে সভা করা হচ্ছিল এবং মাইকের আওয়াজে ভক্তরা সমস্যায় পড়েন। মন্দির কমিটির সদস্যরা জানান, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাঁদের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বিঘ্নে পুজো সম্পন্ন করা। মন্দিরের পুরোহিত থেকে কমিটির সদস্যরা জানিয়েছেন, আইনি পথে না গেলেও বিষয়টি স্থানীয় পৌর প্রতিনিধির কাছে জানানো হবে এবং পুরো ঘটনার কথা পৌর মাতার কাছেও তুলে ধরা হবে।অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে। বিজেপির দাবি, তাঁদের সভা চলাকালীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য পক্ষ মাইক বাজিয়েছে এবং বিজেপির দলীয় পতাকার জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব লালবাজার ও হরিদেবপুর থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছে বলে জানানো হয়েছে।দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande